Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

চাপিলা ইউনিয়নের ইতিহাস

কথিত আছে তুলসিগঙ্গা নদীর তীরে চাপিলা ইউনিয়ন অবস্থিত। কালের আবর্তে ভরাট হলেও চিহ্ন বহন করছে। এই নদীতে অনেক শাফলা মাছ পাওয়া যেত সেই মাছের নামানুসারে চাপিলা নাম করন । রাজ শাসনামলে চাপিলায় রাজবাড়ী ছিল এবং ঐতিহাসিক শাহী মসজিদ যার ঐতিয্য এখানে বিদ্যমান। চাপিলা ইউনিয়ন একটি ঐতিয্যবাহী ইউনিয়ন। অত্র ইউনিয়ন পরিষদে পূর্ব আমলে অনেক রাজাদের বসবাস ছিল। যার নিদর্শন এখনো অনেক পাওয়া যায়। প্রাচীন কির্তি হিসেবে এখনো অনেক পুকুরের সান বাধাই ঘাট ও প্রাচীন কারুকার্য দেখে বোঝা যায়। চাপিলা পুকুরের জন্য বিথ্যাত।  চাপিলার অন্তভূক্ত কান্দাইল গ্রামে একটি খেজুর গাছের চোদ্দটি মাথা ছিল বলে জায়গাটি চৌদ্দমাথা নামে আখ্যায়িত ।